বিখ্যাত ‘হলিডে ডেস্টিনেশন’ মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ ভারতীয়

0
35

খাস ডেস্ক: মলদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে মৃত্যু হল একাধিকের। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজধানী মালে’র একটি গ্যারেজে।

- Advertisement -

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীর নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ, গ্রামবাসীদের হাতে আটক টলিপাড়ার অভিনেতা

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখান থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশী। অগ্নিকাণ্ডের পর যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। মালদ্বীপের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অগ্নিকাণ্ডের জেরে ঘরছাড়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য মাফান্নু স্টেডিয়ামে একটি ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ২০০ কোটি প্রতারণা মামলায় জামিনের শুনানি, আদালতে কি হাজিরা দেবেন Jacqueline Fernandez

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রশাসন। এছাড়া, ভারতের হাই কমিশন টুইট করে এই ঘটনায় শোক প্রকাশ করে লিখেছে, ‘মালের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভারতীয় নাগরিকদের প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ।’ দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে মোট জনসংখ্যার অধিকাংশই বাইরের দেশ থেকে কাজ করতে আসা শ্রমিকরা এবং বেশিরভাগই ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বাসিন্দা।