
কাবুল: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল তালিবান শাসিত দেশ আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় ২০ জন নিহত হয়েছেন। গোটা ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলেই খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে জানানো হয়েছে বুধবার বিকেলে এই হামলা ঘটেছে। হামলার সময়ে বিদেশমন্ত্রকের ভেতরে চিনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছিল। শুধু বিস্ফোরণ নয় সন্ত্রাসবাদীরা গুলিও চালিয়েছে। ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালিবানরা নিরাপত্তার উন্নতি করেছে বলে দাবি করলেও দেশে প্রচুর বোমা বিস্ফোরণ এবং হামলা হয়েছে। অনেকগুলি হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (IS) জঙ্গি গোষ্ঠী। জানা গিয়েছে, বুধবার যখন বিস্ফোরণ ঘটে তখন আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-এর একটি দল পাশে থ্য মন্ত্রণালয়ের ভিতরে একটি সাক্ষাৎকার নিচ্ছিল। বাইরে অপেক্ষমাণ থাকা একজন কোম্পানির ড্রাইভার জানান তিনি প্রথমে দেখতে পান যে একজন ব্যাকপ্যাক এবং রাইফেল কাঁধে ঝুলিয়ে রাখা লোক নিজেকে উড়িয়ে দেওয়ার আগে হেঁটে যাচ্ছে। জামশেদ করিমি বলেন, “তিনি আমার গাড়ির পাশ দিয়ে চলে গেলেন এবং কয়েক সেকেন্ড পর একটি বিকট বিস্ফোরণ হলো।”
Afghanistan | A blast occurred in front of the Ministry of Foreign Affairs in Kabul today afternoon, reports Tolo News
— ANI (@ANI) January 11, 2023
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি টুইট করে জানান, “সুরক্ষাবাহিনী এলাকায় পৌঁছেছে”। এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে তালিবান প্রশাসন। AFP দ্বারা যাচাই করা একটি ভিডিওতে দেখা গিয়েছে তালেবানের পতাকা দ্বারা চিহ্নিত, মন্ত্রকের উঁচু-প্রাচীরের বাইরের রাস্তায় মৃতদেহগুলি পড়ে আছে। কিছু আহত লোক মাটিতে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে এবং মুষ্টিমেয় দর্শক সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। কাবুলের বিদেশ মন্ত্রনালয় খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী মুহাজের ফারাহি বলেছেন, “আজ বিদেশ মন্ত্রণালয়ে একটি চীনা প্রতিনিধিদল থাকার কথা ছিল, কিন্তু বিস্ফোরণের সময় তারা উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না।”