খাস ডেস্ক: আরজিকর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে রাজ্যের দিকে দিকে চলছে বিক্ষোভ। চিকিৎসক, নার্স থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এমনকি পড়ুয়ারাও এই বিক্ষোভে সামিল হয়েছেন। এই ঘটনার রেশ কেবল গোটা রাজ্যেই সীমাবদ্ধ নেই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ হয়েছে দেশেরও বিভিন্ন জায়গাতেও। গত ১৪ আগস্ট মেয়েদের রাতে রাজপথ দখলের কর্মসূচিতে অংশ নিয়েছে বিদেশে থাকা একাধিক বাঙালীরাও। এবার এই ঘটনার সুবিচারের দাবিতে এবং নারীদের সুরক্ষায় বাংলাদেশের পড়ুয়ারা সহ শিক্ষক-শিক্ষিকারাও রাত দখল করে প্রতিবাদে সামিল হলেন।
গত ১৬ অগস্ট মধ্যরাতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জমায়েত করেন আরজিকর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে। সূত্রের খবর, এইদিন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশেই জমায়েত করেন পড়ুয়ারা। হাতে মোমবাতি এবং প্ল্যাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) সামনে প্রতিবাদ জানান তারা। এই প্রতিবাদে পড়ুয়াদের সঙ্গে সামিল হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারাও।
বাংলাদেশে (Bangladesh) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি হয়। ১৬ অগস্ট বাংলাদেশের এই রাত দখলের কর্মসূচিতে প্রায় সব জায়গাতেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতেই এই প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পড়ুয়ারা।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার ন্যায়বিচারের দাবিতে তোলপাড় গোটা রাজ্য সহ দেশের একাধিক জায়গা। এই ঘটনায় এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তবে হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিবিআই-এর উপর। সমগ্র ঘটনার তল্লাশি চালাচ্ছেন তারা।