
খাস ডেস্ক: শুক্রবার সকাল থেকেই টুইটার (Twitter) ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। এদিন থেকেই আবার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। কাদের রাখা হবে, কারা চাকরিচ্যূত হবে কীভাবে জানবেন কর্মীরা?
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরেই মর্মান্তিক কাণ্ড, সল্টলেকে যুবকের রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
সূত্রে খবর, টুইটারের (Twitter) মালিকানা গ্রহণের পরই এলন মাস্ক ঘোষণা করেন গণসংযোগ মজবুত করার লক্ষ্যে প্রায় ৩ হাজার কর্মী ছাঁটাই করা হবে। যাদের চাকরি থাকবে সংস্থার তরফে ব্যক্তিগতভাবে মেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। কিন্তু শুক্রবার বিকেল মধ্যে মেল না পেলে ওই কর্মীদের নিজে থেকে একটি মেল করতে হবে।
অন্যদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখেই ইতিমধ্যেই সকল কর্মীদের ব্যাচ অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ছাঁটাই অভিযানের দরুণ সাময়িকভাবে সংস্থার অফিস বন্ধ রাখা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতকে পাকিস্তানে পাঠাবেন না, ইমরানের উপর হামলার পর BCCI -র কাছে আবেদন নেটিজেনদের
উল্লেখ্য, ইলন মাস্কের আনুষ্ঠানিকভাবে মালিকানা গ্রহণের পরই চাকরি গিয়েছে টুইটারের (Twitter) প্রাক্তন সিইও পরাগ আগারওয়ালের। গত বৃহস্পতিবারই (৩ নভেম্বর) সকলকে ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়, ‘টুইটারে কোনও কর্মী অফিসের পথে থাকলে এখনই বাড়ি ফিরে যান। শুক্রবার থেকে ছাঁটাই অভিযান শুরু হবে।’ এরপর এদিনই হঠাৎ এই বিপত্তি এবং ব্যবহারকারীদের ভোগান্তি! মনে করা হচ্ছে এদিনের জটিলতা সংস্থার ছাঁটাই অভিযানের সঙ্গে পরোক্ষভাবে হলেও সম্পর্কিত। শুক্রবার এক ঘণ্টা বন্ধ থাকে টুইটারের ডেস্কটপ ভার্সন।