খাস ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল মেপে চলছে ভারত। প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরে শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে কার্যত ভারতে পালিয়ে এসেছেন। হাসিনা কতদিন ভারতে থাকবেন তা এখনও নিশ্চিত নয়।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা। সাউথ ব্লক বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। ভারতের এই অবস্থান প্রসঙ্গে ওয়াকিবহাল মহল মনে করছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কোনদিকে মোড় নেবে, তা পর্যবেক্ষণ করে ভারত সরকার প্রতিক্রিয়া জানাতে পারে। সূত্রের খবর, কোনও ঝুঁকি না নিয়ে ভারত সরকার বাংলাদেশে কর্মরত ভারতীয় দূতাবাসের দুই শতাধিক কর্মীকে দেশে ফিরিয়ে এনেছে।
এদিকে শেখ হাসিনা দেশত্যাগের পরে বাংলাদেশে গত কয়েকদিনে হিন্দু-সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে লাগাতার আক্রমণ চলেছে, তাতেও ভারত গভীরভাবে উদ্বিগ্ন। যদিও এদিন প্যারিস থেকে দেশে ফেরার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা মুহাম্মদ ইউনুস বলেছেন, নতুন করে যাতে হামলা না হয়, সেবিষয়ে তিনি বিশেষভাবে নজরে রাখবেন। বাংলাদেশে সাম্প্রতিক অরাজকতার জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলোতে হামলাকারীরা হামলা চালালেও এর বিপরীত ছবিও দেখা গিয়েছে। যেমন, হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মস্থানগুলো সমাজবিরোধী হামলার হাত থেকে রক্ষা করার জন্যে পাহারা দিতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
সাউথ ব্লক সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের অনেকের মুখে ভারত বিরোধী যে স্লোগান শোনা গিয়েছে, তাতে কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এপ্রসঙ্গে সরকারিভাবে কোনও মন্তব্য না করলেও বিশেষ সূত্রের খবর, ভারত মনে করছে, এই হামলাগুলোর সঙ্গে জড়িত ভারত বিরোধী সংগঠন জামায়াতে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার মৌলবাদীদের রাশ কোনপথে টানবে, সেও এখন দেখার।