খাস খবর ডেস্ক: অবশেষে সাফল্যের হাওয়া ইউক্রেনের পালে। খারকিভে তাদের বাহিনী পর্যদুস্ত করেছে শক্তিশালী রুশ সেনাকে। “দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার” (IOW) এমন তথ্যই সামনে নিয়ে আসছে।
আরও পড়ুন: রাষ্ট্রপ্রধানের খামখেয়ালীপনায় মৃত্যু ২১ জনের
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মারফত IOW দাবি করছে, ইউক্রেনের পাল্টা আক্রমণে দিশেহারা রাশিয়ার সেনারা। তারা খারকিভ শহরের চারপাশে অবস্থান থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতেই ধারণা করা হচ্ছে হয়ত পরাস্ত হয়েছে ভ্লাদিমির পুতিনের সেনাদল।
যদি সত্যিই এমনটা ঘটে থাকে তাহলে তা নিঃসন্দেহে এক বিরাট সাফল্য হতে চলেছে ভলোদিমির জেলেনস্কি তথা গোটা ইউক্রেনের। আর IOW রীতিমত জোর দিয়েই বলছে, রাশিয়া এ মুহূর্তে খারকিভ থেকে খুব সুশৃঙ্খলভাবেই সেনা প্রত্যাহারের কাজটি পরিচালনা করছে।
এদিকে আরও একটি সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু খারকিভ পুনরুদ্ধার করেই শান্ত নেই ইউক্রেন। একইসঙ্গে তারা স্নেক দ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার-ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়া আবার উত্তর এবং দক্ষিণ দিক থেকে সেভেরোডোনেটস্ক এবং লাইসিচানস্ককে ঘিরে ফেলার চেষ্টা করছে।