
খাস ডেস্ক: প্রায় এক বছর ধরে দফায় দফায় মহাযুদ্ধে উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন। তবে নতুন বছরের শুরুতে উৎসব উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিশ্রুতি ভেঙে ইউক্রেনে (Ukraine) হামলা চালাল রাশিয়া (Russia)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব
গত বৃহস্পতিবার খ্রিস্টমাস উপলক্ষে ৬ ও ৭ তারিখ (৩৬ ঘণ্টা) যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু ৩৬ ঘণ্টা পূরণ হওয়ার আগেই যুদ্ধের সাইরেন বেজে ওঠে। একের পর এক মিসাইল বর্ষণে কেঁপে ওঠে পূর্ব ইউক্রেন। এই ঘটনায় সরব হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy)। তাঁর দাবি, ‘যুদ্ধবিরতি কেবল একটি অজুহাত। ইউক্রেনের আরও কাছে আসতে রাশিয়া ডনবাস অঞ্চলে সেনা মোতায়েন করতে এবং অস্ত্রশস্ত্র পাঠানোর জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘খ্রিস্টমাসে পুতিন নিজেই হাসপাতাল, নার্সারি এবং চার্চে হামলা চালাতে চেয়েছে। হয়তো পুতিন অক্সিজেন খোঁজার চেষ্টা করছেন।’
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ ইউক্রেনের হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। বছর পার হতে চললেও এখন শান্ত হয়নি পরিস্থিতি।
আরও পড়ুন: কবে থেকে রাম মন্দিরে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবেন জানালেন মন্দির ট্রাস্টের সম্পাদক