খাস ডেস্ক: গত শনিবার ইউক্রেনের স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সদ্য ইউক্রেনে সফর করেছেন। ১৯৯১ সালে ইউক্রেন স্বাধীন হওয়ার পরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউক্রেনে গিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সফরে গিয়ে বলেছিলেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। ভারত নিরপেক্ষ নয়, বরং ভারতের অবস্থান যুদ্ধের বিরুদ্ধেই। এই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালালো। সূত্রের খবর, আকাশপথে ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে।
সোমবার ভোরে রাশিয়ার সেনা হামলা চালিয়েছে। সূত্রের খবর, এদিন ভোর হতে না হতে মধ্য কিয়েভে ড্রোন এবং মিসাইল হামলা চলেছে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়া হামলা চালাতে পারে সেব্যাপারে সতর্কতা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন মধ্য কিয়েভে হামলার ঘটনায় সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হল।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে রাশিয়া রাষ্ট্রসঙ্ঘে প্রবলভাবে নিন্দিত হলেও রাশিয়া তা গ্রাহ্যের মধ্যে আনছে না। এদিন সকালে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলা চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর এদিন বেলার দিকে ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ভোরে রাশিয়া হামলা চালালেও কেউ মারা যাননি। ইউক্রেনের দাবি, রাশিয়ার অন্তত ১০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মোদীর সফরের পরপরই রাশিয়া হামলা চালালেও বিষয়টি নিয়ে এপর্যন্ত কোনও মন্তব্য করেনি ভারতের বিদেশমন্ত্রক।