খাস ডেস্ক: রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ ভূ-রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন দুদেশেই সফর করেছেন। নীরবতা ভঙ্গ করে সম্প্রতি ইউক্রেন সফরে গিয়ে মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সাফ জানিয়েছেন, ভারত রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ নয়। ভারতের অবস্থান যুদ্ধবিরোধী।
এই পরিস্থিতিতে ক্রেমলিনের অবস্থা যেন চোরা না শোনে ধর্মের কাহিনির মতোই। মোদী ইউক্রেন সফর সেরে ফিরে আসার পর থেকে রাশিয়া লাগাতারভাবে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। যার পরিণতিতে মৃত্যুমিছিল বাড়ছে। সূত্রের খবর, ফের রাশিয়ার হামলায় মঙ্গলবার ইউক্রেনে ৪১জনের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। এদিন রাশিয়ার এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিন জেলেনস্কি ওই ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের পোলটাভা শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোয় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ইন্সটিটিউট অব কম্যুনিকেশনস ভবনের একাংশ। দুটি ব্যালিস্টিক মিসাইলের একটি আঘাত করেছে পোলটাভার একটি হাসপাতালে।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে এও দেখা যাচ্ছে, পোলভাটা শহরের যে দুটি ভবনে এদিন রাশিয়া হামলা চালিয়েছে ওই দুটি ভবনেরই একাংশ ভেঙেচুরে গিয়েছে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন ভবনে থাকা মানুষজনের একাংশ। এঁদের উদ্ধারের কাজ চলছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে ১১জনকে উদ্ধার করা হয়েছে।