
খাস খবর ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনের বুকে তাণ্ডব শুরু করেছিল রাশিয়া। এরপর যত সময় গড়িয়েছে, বেড়েছে পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা। তবে অবশেষে রাশিয়া জানিয়ে দিল, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার তারা করবে না।
রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র আলেক্সাই জায়েতসেভ শুক্রবার এই মন্তব্য করেছেন। সাংবাদিকদের দেওয়া একে সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমা দুনিয়া বারবার প্রকাশ্যে দাবি করে আসছে যে ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এটি প্রাসঙ্গিক নয়।”
আরও পড়ুন: এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গকে দেখা যাবে হোয়াইট হাউজের মুখপাত্রের পদে
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এর আগে গত ১৪ এপ্রিল সিইআইএ গোয়েন্দা পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়া কর্তৃক পরমাণু অস্ত্র প্রয়োগের জল্পনা উস্কে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “ইউক্রেনে সংঘটিত হওয়া যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। এটা আমরা কেউই হালকাভাবে নিতে পারিনা।” সব মিলিয়ে পরিস্থিতি রীতিমত ঘোরালো হয়ে উঠেছিল। কিন্তু রাশিয়া জানিয়ে দিল, তারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে না।