খাসখবর ডেস্ক: করোনা ভাইরাসের জেরে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে গত কয়েক সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে প্রায় চার হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। যা আগের সমস্ত রেকর্ড ভেঙেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, করোনার জেরে ওই দেশের হাসপাতাল গুলিতে রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন শহর থেকে হাসপাতালে চিকিৎসা করতে এসে দীর্ঘ সময় অপেক্ষা না করতে পেরে রোগীর মৃত্যু হচ্ছে। এমনকি ভেঙে পড়েছে বেশ কিছু এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা।
আরও পড়ুন-লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি উধাও বাংলাদেশে
প্রসঙ্গত, ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। কিন্তু ওই দেশের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনও লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। এবিষয়ে বোলসোনারোর দাবি, ভাইরাসের কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে লকডাউনের কারণে অর্থনীতির বেশি ক্ষতি হবে। বিভিন্ন রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষ যেসব কড়াকড়ি আরোপ করেছে তিনি সেগুলির পরিবর্তন আনার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮। এর মধ্যে মারা গিয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৭৮৪ জন।