আইন ভঙ্গের অভিযোগে সরিয়ে দেওয়া হল উপপ্রধানমন্ত্রীকে

0
28

বিশ্বদীপ ব্যানার্জি: নাগরিকত্ব আইন ভঙ্গ করেছেন। এমনই অভিযোগ তাঁর নামে। এই অভিযোগে নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সরিয়ে দেওয়া হল। শুক্রবার সব দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযান নিয়ে তদন্তে নামবে আইসিসি

- Advertisement -

রবি লামিচানে নেপালের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক। সদ্য গত ২৬ ডিসেম্বর দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ঠিক মাসখানেকের মাথায় আদালতের এহেন রায়। দেশটির একাধিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৪৮ বছর বয়সী রবি লামিচানে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।

এর ফলেই তাঁকে অপসারিত হতে হল। উল্লেখ্য, রবি লামিচানের একটি বিশ্বরেকর্ড-ও রয়েছে। টানা ৬২ ঘন্টা টিভিতে উপস্থাপনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন তিনি। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান রবি। সেখানেই থাকতেন‌। পরে দেশে ফিরে এসে রাজনীতিতে অংশগ্রহণ করেন।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে রবি দ্বৈত নাগরিকত্বের সমস্যায় জড়িয়ে পড়েছেন। সেই সময় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। অবশ্য ২০১৮ সালেই মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন তিনি। কিন্তু নেপালের সুপ্রিম কোর্ট জানাচ্ছে, মার্কিন নাগরিকত্ব ছাড়তে যথাযথ প্রক্রিয়া মানেননি তিনি। ফলে তাঁর নেপালি নাগরিকত্ব বৈধ নয়।