খাস ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে। মোদীর সঙ্গে ইউক্রেনে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। সূত্রের খবর, রাজনাথ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করেছেন। ওই বৈঠকে দু’দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
গত বৃহস্পতিবার রাজনাথ সিং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। এই সফর চারদিনের। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে রাজনাথ এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বৈঠক সফল হয়েছে। আমি আনন্দিত।
প্রতিরক্ষা গবেষণায় এনডিএ সরকার বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রাজনাথ সিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোকে ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করতে রাজনাথের মার্কিন যুক্তরাষ্ট্র সফর তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সমঝোতার যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন ইউএসআইএসপিএফের সিইও তথা প্রেসিডেন্ট মুকেশ আঘি। তিনি বলেছেন, দু’দেশের প্রতিরক্ষা সম্পর্কের বিবর্তনে রাজনাথের সাম্প্রতিক মার্কিন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মা্র্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গেও বৈঠক করেছেন। সূত্রের খবর, ওই বৈঠকে আলোচনা হয়েছে বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, তা আরও নিবিড় করতে উদ্যোগী হয়েছেন রাজনাথ। ইতিমধ্যে রাজনাথের সফরে সিকিওরিটিজ অব সাপ্লাই এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।
সূত্রের খবর, রাজনাথ সিং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে সেদেশে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হয়েছেন। রাজনাথের চারদিনের সফর শেষ হচ্ছে রবিবার। এরপর ইউক্রেন সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরবর্তী বিদেশ সফর মার্কিন যুক্তরাষ্ট্রে। সূত্রের খবর, মোদীও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন।