খাস ডেস্ক: কোটা আন্দোলনের জেরে উত্তপ্ত বাংলাদেশ। এবার কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেও রক্ষা পেল না বাংলাদেশের অন্যতম ফোক ব্যান্ডের গায়ক (Singer) রাহুল আনন্দ (Rahul Ananda)-ও। যিনি একজন প্রচলিত গায়ক হিসেবে পরিচিত ছিলেন দুই বাংলাতেই। ‘জলের গান’ ব্যান্ডের অন্যতম গায়ক রাহুল তৈরি করেছিলেন বহু রকমের বাদ্যযন্ত্র। তবে বাংলাদেশের (Bangladesh) আন্দোলনের কুছায়া এবার পড়ল তাঁর সাজানো সংসারে। দুষ্কৃতিদের হামলায় “জলের গান’-এ অগ্নিকাণ্ড। বিক্ষোভে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁর স্বপ্নের বাড়ি সহ ৩০০০ বাদ্যযন্ত্র (Musical Instruments)। স্ত্রী, পুত্র সহ এক কাপড়েই ঘর ছাড়তে হল তাঁকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই আন্দোলনই নিয়েছিল এক ভয়ংকর রূপ। তবে গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পরও শান্ত হয়নি বাংলাদেশ (Bangladesh)। এই অশান্ত বাংলাদেশেই হত্যা করা হচ্ছে একের পর এক পরিচালক, প্রযোজকদের। ভাঙা হয়েছে একাধিক গায়ক (Singer), খেলোয়াড়দের (Player) বাড়িও। এবার সেরকমই ঘটনা ঘটল ঢাকার ধানমান্ডির ৩২ নম্বর সড়কে রাহুকের (Rahul Ananda) স্বপ্নের বাড়িতে। বাংলাদেশের আন্দোলনকারীদের হামলায় যা পরিণত হয়েছে এক ভগ্নস্তূপে।
সুত্রের খবর, গত সোমবার গায়ক রাহুল আনন্দের (Rahul Ananda) বাড়ি আচমকাই হামলা চালায় কয়েকজন আন্দোলনকারী। ভেঙে ফেলা হয় তাঁর তৈরি ৩০০০ এর বেশি বাদ্যযন্ত্র (Musical Instruments)-ও। আগুন লাগিয়েও দেওয়া হয় তাঁর বাড়িতে। ফলে তিনি এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন স্ত্রী (Wife) এবং সন্তান (Son)-কে নিয়ে। নিয়ে আসতে পারেননি কিছুই। শুধু তাই নয়, প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে তাঁদের। এই সমস্ত কিছু দেখে আতঙ্কিত রাহুলের ছোট্ট ১৩ বছরের সন্তান সহ তাঁর পরিবারের সকলেই।
এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে একাধিক সংগীতপ্রেমীরা। গায়ক অর্ণব তাঁর সোশ্যাল মিডিয়ার (Social Media) একটি পোস্টে জানিয়েছেন, এটা অত্যন্ত খারাপ একটি ঘটনা। এর জেরে বড় ক্ষতি হতে পারে সংগীত মহলে। এ যেন মেনে নেওয়া যাচ্ছে না। অর্ণব রাহুলের (Rahul Ananda) পাশে আছেন তাও জানিয়েছেন তিনি। দুষ্কৃতিরা রাহুলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তাঁর বাদ্যযন্ত্রের (Musical Instruments) বিশাল সংগ্রহও ছিল। সেই সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে।
‘জলের গান’ ব্যান্ডটি তাঁদের ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, “তাঁর তৈরি বাদ্যযন্ত্র (Musical Instruments), গান, তাঁর সাজানো সংসার হয়তো আবার দীর্ঘ সময় নিয়ে গড়ে তোলা যাবে। কিন্তু এই ক্রোধ আর প্রতিহিংসার আগুনকে নেভানো যাবে কীভাবে? রাহুলের (Rahul Ananda) ব্যান্ডের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) বলা হয়েছে, “সকলের জন্য নিরন্তর ভেবেছিলেন মানুষটি। তাঁকেই পরিবারসহ এক কাপড়ে নিজের ঘর থেকে বের করে দেওয়া হল। এই কথা হয়েতো আজীবন মনে রাখবে তাঁর সন্তান। আস্তে আস্তে গড়ে তোলা তাঁর স্বপ্নের সংসার আজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। সমস্ত কিছু দাউদাউ করে জ্বলছিল তাঁর চোখের সামনে। কিছু মানুষের ক্রোধ এবং প্রতিহিংসার আগুনে তাঁকে এইভাবে তাঁর স্বপ্নের সংসার থেকে বেরিয়ে যেতে হল।”