
মস্কো: রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে ১৬ দিন হয়ে গেল। এরপর থেকেই একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পুতিনের দেশের ওপর। কিন্তু তাতে কিছু কী যায় আসে রাশিয়ার? রাষ্ট্রপতি পুতিন জানাচ্ছেন, ক্ষতি নয় এই নিষেধাজ্ঞায় বরং লাভই হচ্ছে রাশিয়ার।
খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিসহ ব্যখ্যা-ও দিয়েছেন পুতিন। বলেন, এই নিষেধাজ্ঞার ফলে নিজেদের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করার সুযোগ পাবে রাশিয়া। রাষ্ট্রপতির কথায়, “এর আগে দেখা গিয়েছে, যেখানে পশ্চিমারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেখানে আমরা নতুন দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছি।”
পুতিন আরও যোগ করেন, “রাশিয়া এবং বেলারুশ নিষেধাজ্ঞার এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবে। এটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি।” বলেন, “এমনকি আরও বেশি দক্ষতা অর্জন করতে পারব আমরা। এবং শেষপর্যন্ত আমরা উপকৃত-ই হতে চলেছি।”
আরও পড়ুন: Putin: ৮ জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত, হঠাৎ কেন এত ক্ষেপে গেলেন পুতিন
শুধু ভ্লাদিমির পুতিন নয়। একই সুর বেলারুশের লুকাশেঙ্কোর গলাতেও। তিনি বলেন, “নিষেধাজ্ঞা অধীনে অর্থনীতি পুনরায় চাঙ্গা করার ক্ষমতা আমাদের বেলারুশের রয়েছে। এর জন্য যা যা প্রয়োজনীয়। সবই রয়েছে আমাদের।”