শীঘ্রই সেনাপ্রধান নিয়োগ করবেন দেশের প্রধানমন্ত্রী, যাবেন চিনা সফরে

0
34

খাস ডেস্ক: কয়েকমাস আগে ইমরান খানের পদত্যাগের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শেহবাজ শরীফ। দায়িত্ব গ্রহণের পর এবার তিনি সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, চিনা সফরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: Weather update: ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া, রইল ওয়েদার আপডেট 

- Advertisement -

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধান নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন এবং নিজের স্বার্থের জন্য দেশের ক্ষতি করতে চেয়েছেন।

বর্তমান আর্মি চিফ জেনারেল কামার জাভেদ বাজবা আগামী নভেম্বর মাসে অবসর নেবেন। এরপরই নিয়োগ হবে নতুন সেনাপ্রধান।

আরও পড়ুন: Horoscope: সুখবর নাকি সঙ্কট, কি রয়েছে রবিবারের রাশিফলে…

ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি জি জিনপিংয়ের আমন্ত্রণে চিনা সফরে যাবেন। এছাড়া, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও শরিফকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জীবনযাপন। সরকার সূত্রে খবর, বন্যার জেরে মার্কিন ডলারে ৩০ বিলিয়ন আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওই দেশ।