
খাস ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা। এই ঘটনায় তোলপাড় গোটা বিশ্বের বিভিন্ন মহল। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করা মানুষদের তালিকায় যুক্ত হল আরও এক নাম। তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান।
আরও পড়ুন: Tet Corruption: এখনও ধরাছোঁয়ার বাইরে বিশেষ প্রভাবশালী, আদালতকে ইঙ্গিত সিবিআইয়ের
ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরমিনা টুইট করে লিখেছেন, ‘আমি ইমরান খান এবং সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি অবাক হচ্ছি। হামলাকারীরা কি ভেবেছিল? আজকের দুনিয়ায় তাঁরা এই জঘন্য অপরাধের জন্য কোনও শাস্তি পাবে না? ছাড়া পেয়ে যাবে!’
আরও পড়ুন: ভারতকে পাকিস্তানে পাঠাবেন না, ইমরানের উপর হামলার পর BCCI -র কাছে আবেদন নেটিজেনদের
আমরিন খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। পড়াশোনা শেষ করে ২০১০ থেকে মডেল হিসেবে বিনোদন জগতে পা রাখেন তিনি। ২০১১ সালে পাকিস্তানের একটি টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু করেন। ২০১৩ সালে তাঁর অভিনীত শর্ট ফিল্ম ‘রিদ’ কান চলচ্চিত্রে জায়গা পায়। তিনিই পাকিস্তানের প্রথম অভিনেত্রী যিনি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। বলিউডেও কাজ করেছেন আরমিনা। ‘উফফ! ইটস টু মাচ’ অভিনেত্রীর জীবনে একমাত্র হিন্দি ছবি। যদিও এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।