খাস ডেস্ক: পোপ ফ্রান্সিস বুধবার দুপুরে সিঙ্গাপুর সফরে এলেন। গত ১২দিন ধরে দক্ষিণ-পূর্ব এশিয়া, এশিয়া এবং ওসেনিয়ায় সফর করলেন পোপ। এরপর সিঙ্গাপুরে এলেন পোপ। সূত্রের খবর, পোপ ফ্রান্সিস এই প্রথম ১২ দিনের লম্বা সফরে বেরোলেন। সিঙ্গাপুরে দু’দিন থাকবেন পোপ।
সূত্রের খবর, পোপ সিঙ্গাপুরে বক্তব্য রাখবেন সম্পত্তিগত বৈষম্য এবং জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন নিয়ে। প্রসঙ্গত, সিঙ্গাপুরের মোট জনসংখ্যা ৫.৯২ মিলিয়ন। এঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যকই বৌদ্ধ ধর্মাবলম্বী। ভ্যাটিকানের হিসেব অনুসারে, সিঙ্গাপুরে ক্যাথলিক খ্রিস্টানের সংখ্যা ২ লক্ষ ১০ হাজার জন। এছাড়া সিঙ্গাপুরে রয়েছে মুসলমান, হিন্দু এবং তাও সম্প্রদায়ের অন্তর্গত মানুষ।
সূত্রের খবর, পোপের সিঙ্গাপুর সফরসূচির মধ্যে রয়েছে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক। সিঙ্গাপুরে আসার পরে ইতিমধ্যে পোপ ফ্রান্সিস ইতিমধ্যে বৈঠক করেছেন সেদেশের সংস্কৃতি ও যুবমন্ত্রীর সঙ্গে। বুধবার রাতে জেসুইট পাদ্রিদের সঙ্গে বৈঠক করার কথা পোপ ফ্রান্সিসের।
সিঙ্গাপুর বিমানবন্দরে নামার পরে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান সেদেশের ক্যাথলিক খ্রিস্টানরা। এছাড়া পোপকে রঙিন পতাকা নেড়ে স্বাগত জানিয়েছেন সেদেশের স্কুল পড়ুয়াদের একাংশ। সূত্রের খবর, সিঙ্গাপুরে দু’দিন সফরের পরে পোপের দক্ষিণ এশিয়া, এশিয়া এবং ওসেনিয়ার সফর সমাপ্ত হবে। শুক্রবারই রোমে ফিরবেন পোপ।