কাবুলের পাকিস্তানি দূতাবাসে বন্দুকবাজের হামলা, জখম এক, কড়া নিন্দা পাক প্রধানমন্ত্রীর

0
22

খাস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুকবাজের হামলায় আহত এক। কি কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। টুইটের মাধ্যমে কড়া নিন্দা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিকটবর্তী একটি বিল্ডিং থেকে লক্ষ্য করে পাকিস্তানি দূতাবাস ভবনে গুলি চালানো হয়। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

- Advertisement -

কয়েকদিন আগেই দুই দেশের সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের একটি দল কাবুলে তালিবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। তার কয়েকদিনের মধ্যেই এই হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তাদের সন্ধান চলছে।

আরও পড়ুন: Shraddha Murder Case: আফতাব প্রথমে শ্রদ্ধার শরীরের কোন অংশ কেটেছিল, সামনে এল নার্কো টেস্টের রিপোর্ট

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘মিশন প্রধান উবায়দ-উর-রহমান নিজামনিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘নিজামনি বর্তমানে নিরাপদ রয়েছেন তবে দূতাবাসের নিরাপত্তারক্ষী সিপাহী ইসরার মহম্মদ রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে গুলির হামলায় গুরুতর আহত হন।’

উল্লেখ্য, ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নিজামনি একটি দূতাবাসের দায়িত্ব নিতে কাবুলে এসেছিলেন। যদিও হামলার পর দূতাবাস খালি করার কোনও পরিকল্পনা নেই পাক সরকারের। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইট করে এই ঘটনাটিকে ‘হত্যার চেষ্টা’ বলে উল্লেখ করেছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: এই কারণেই শীতকালীন অধিবেশনে কেবল রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন না: সূত্র