খাস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ধৃতের নাম মুহাম্মদ শাহজেব খান। বয়স ২০ বছর। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা শাহজেবকে গ্রেফতার করেছেন। গোয়েন্দা সূত্রের খবর, ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিদের হয়ে নিউইয়র্ক শহরে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সে।
গোয়েন্দা সূত্রের খবর, ধৃত তরুণ মুহাম্মদ শাহজেব খান ওরফে শাহজেব জাডুন একজন পাকিস্তানি নাগরিক। টরেন্টোর কাছে বসবাস করতেন তিনি। অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদিদের উপর আক্রমণ চালিয়ে তাঁদের হত্যার পরিকল্পনা করার দায়ে অভিযুক্ত মুহাম্মদ শাহজেব খান। আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত শাহজেব।
আরও জানা গিয়েছে, শাহজেবকে গ্রেফতারের কৃতিত্ব মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কানাডিয়ান মাউন্টেড পুলিশের। ধৃত শাহজেবকে আগামী কয়েকদিনের ভিতর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। গোয়েন্দারা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সীমান্ত পেরিয়ে ঢুকতে শাহজেব মানবপাচারকারীদের হাতে নগদ টাকা ধরিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন নিউইয়র্কে। গোয়েন্দারা জানিয়েছেন, এজন্যে শাহজেব নিউইয়র্ককে হামলাস্থল হিসেবে বেছে নিয়ে আইএসআইএসের সঙ্গে হাত মিলিয়েছিল। সূত্রের খবর, শাহজেব দোষী সাব্যস্ত হলে তাঁকে অন্তত টানা ২০ বছর কারাবাস করতে হবে। এখন দেখার শাহজেবের ভয়াবহ পরিকল্পনা ধরা পড়ার পরে কী রায়দান করে আদালত।