খাসখবর ডেস্ক: ফের নতুন করে সারা বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। একইসঙ্গে ভারতেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে চলতি বছরে জাপানে আয়োজিত হতে চলছে টোকিও অলিম্পিক। তবে সেই অলিম্পিক থেকে নাম তুলে নিল উত্তর কোরিয়া।
আরও পড়ুন-মাস্ক না পরা সামাজিক অপরাধ : মুখ্যমন্ত্রী
করোনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ওই দেশের ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে। তবে পিয়ংইয়ং-এর এই সিদ্ধান্তের ফলে বেশ কিছুটা চিন্তায় পড়েছে দক্ষিণ কোরিয়া। কারণ তাঁরা ভেবেছিল এই অলিম্পিকের মাধ্যমেই পুনরায় দুই কোরিয়ার মধ্যে শান্তি বজায় থাকবে।
প্রসঙ্গত, ১৯৫০-৫৩ সাল থেকে চলে আসছে দুই কোরিয়ার বিবাদ। তবে পরবর্তী কালে শান্তি ফেরাতে ফের দুইদেশ আলোচনায় বসে। এরপর ২০১৮ সালে আয়োজিত একটি সামিটে দুইদেশের শীর্ষনেতারা ঠিক করে ২০৩২ সালে অলিম্পিক আয়োজনের জন্য একত্রে বিড করবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তবে এবার সেই সিদ্ধান্ত বলদে যাওয়ার ফলে ফের তীব্র ধাক্কা খেল দুই দেশের সম্পর্ক।
আরও পড়ুন-বাংলাদেশে লকডাউন, বুধবার থেকে চলবে গণপরিবহন
উল্লেখ্য, গত ২৫ মার্চ বৈঠকে বসেছিল উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটি এবং ক্রীড়ামন্ত্রী কিম ইল গুক। সেই বৈঠকের পরই টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করে উত্তর কোরিয়া। বিবৃতিতে বলা জানানো হয়েছিল, করোনার কারণে গোটা বিশ্বে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। আর সেকারণে অ্যাথলিটদের বাঁচাতে ৩২তম অলিম্পিক থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।