
খাস খবর ডেস্ক: চিনের বাড়বাড়ন্ত রুখতে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানকে নিয়ে গঠিত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় শক্তিজোট। যা কোয়াড নামে পরিচিত। এই কোয়াডের গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগেই সরকার বদল হল অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন: জেলেনস্কির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন খোদ পুতিনের-ই মেয়ে, বাবা নেবেন কি
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020
সাধারণ নির্বাচন জিতে এই মুহূর্তে ক্ষমতায় অস্ট্রেলিয়ান লেবার পার্টি। দেশের ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই দলের নেতা অ্যান্থনি আলবানিজ। লিবারেল পার্টির স্কট মরিসনের স্থলাভিষিক্ত হলেন তিনি। সোমবার অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ডেভিড হার্লি নয়া প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন। এছাড়া আরও ৫ জন মন্ত্রী এদিন শপথ নিয়েছেন।
শপথ নিয়েই কোয়াডের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে টোকিওতে ছুটতে হচ্ছে আলবানিজকে। যাওয়ার আগে তিনি জানান, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হতে পেরে সম্মানিত বোধ করছি আমি।” বলেন, “নতুন সরকার সাহসী হবে। মানুষের যত্ন নিয়ে তাঁদেরকে পাশে নিয়ে চলবে।” এর আগে গত শনিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন অ্যান্থনি আলবানিজ। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছিলেন।