ওয়াশিংটন: পৃথিবীর মাটিতে পা দিলেন ক্রিস্টিনা কোচ। মহাকাশের বুকে কাটিয়ে এলেন ৩২৮ দিন। গত বৃহস্পতিবার ১১মাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন পৃথিবীতে। মহিলা মহাকাশচারী পেগি উইটসনের প্রায় আড়াই বছর আগের রেকর্ড ভেঙে দিলেন নভশ্চর।
একটানা সব থেকে বেশি ৩৪০ দিন মহাকাশে কাটানোর রেকর্ড রয়েছে স্কট কেলির। তবে মহিলাদের মধ্যে ক্রিস্টিনা সবচেয়ে বেশি দিনের রেকর্ড গড়লেন। ৯.১২ জিএমটিতে তিনি পৃথিবীতে ফিরে আসেন।
নাসার এই মহাকাশচারীর সঙ্গে পৃথিবীতে ফেরেন আরও দুজন, ইউরোপিয়ান স্পেস এসেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্দার সোভেস্তভ। এর আগে মহিলা মহাকাশচারী পেগি উইটসন এর মহাকাশে কাটানোর রেকর্ড ছিল ২৮৯ দিন। পেগির এই রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি আরও কিছু রেকর্ড গড়ে ফেলেছেন ক্রিস্টিনা।
মার্কিন মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান থেকে কাজাখস্তানে নামলেন ক্রিস্টিনা কোচ। তাঁর ৩২৮ দিনের মহাকাশ সফরে তিনি মোট ৬টি স্পেস ওয়াকে অংশ নেন। এইজন্য গত বছর রেকর্ড গড়েন তিনি। তিনি মহাকাশ সফরে রওনা দিয়েছিলেন গত বছর ১৪ মার্চ।
৪১ বছরের ক্রিস্টিনা কোচকে সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প। গোটা আমেরিকা তাঁকে নিয়ে কতখানি গর্বিত সেটাই তিনি ট্যুইট করে জানান। তাঁর ফিরে আসার পরই তাঁর নাম শিরোনামে উঠে আসে, অন্যদিকে তিনি নিজে জানান মহাকাশের ১১ মাসের জীবনকে তাঁর মনে পড়ছে৷