খাস খবর ডেস্ক: করোনা আবহে জারি হয়েছিল লকডাউন। সেই সময়ে দূরত্ব তৈরি হয়েছিল মনের মানুষের সঙ্গে। একটু সুযোগ পেয়েই তাই ঘনিষ্ঠ হয়েছিল প্রেমিক-প্রেমিকা। গ্রামের ফাঁকা রাস্তার মাঝে গাড়ির মধ্যেই মিলিত হয়েছিলেন তাঁরা। যার কারণেই বিপাকে পড়তে হল ওই যুগলকে।
আরও পড়ুন- পুত্রবধূর স্তনের প্রশংসা করে বাড়িছাড়া শ্বশুর
বছর ঘুরলেও দাপট কমেনি করোনার। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে করোনার দ্বিতীয় স্ট্রেন। এরই মাঝে গ্রামের রাস্তায় গাড়ির মধ্যেই সঙ্গমে লিপ্ত হলেন এক যুগল। বিষয়টি জানাজানি হতেই তাদের আটক পুলিশ। নগ্ন অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি অনেকটা বলিউড সিনেমা পিকে-র মতো। আমীর খান অভিনীত সেই ছবিতে লোকালয়ের অদূরে গাড়ির মধ্যে সঙ্গম দেখানো হয়েছিল। ভিন গ্রহ থেকে আগত ব্যক্তি নড়তে থাকা গাড়ি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সেই নাচতে থাকা গাড়ির নাম দিয়েছিল ‘ডান্সিং কার’। সেই ডান্সিং কার-এর ফরমুলাতেই সঙ্গমে লিপ্ত হয়েছিল ওই যুগল। যার কারণে বেজায় বিপাকে পড়তে হল তাদের।
আরও পড়ুন- সঙ্গমে নারাজ ষষ্ঠ স্ত্রী, সপ্তম বিয়ের প্রস্তুতি ৬৩ বছরের বৃদ্ধের
ঘটনাটি ঘটেছে টেমস নদীর দেশ ইংল্যান্ডে। ওই দেশের মরলে এলাকার এক গ্রামের ওই ঘটনা শিরোনামে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই। ওই দেশে করোনার দ্বিতীয় স্ট্রেন শুরু হয়েছে। সেই কারণে জারি রয়েছে নানা বিধি নিষেধ। সেই সকল নিয়মের তোয়াক্কা না করেই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন ওই যুগল। যার কারণে তাদের আটক করে পুলিশ। পরে ২০০ পাউন্ড করে দুই জনকে জরিমানা করা হয়। মোট ৪উ পাউন্ড জরিমানা দিয়ে মুক্তি পেয়ে গিয়েছেন ওই যুগল।
এই একই আগেও ঘটেছে ওই দেশের মাটিতে। চলতি বছরের শুরুর দিকে ওই দেশে এক যুবককে আটক করা হয় পতিতালয়ের সামনে থেকে। করোনা বিধি উপেক্ষা করে সেই পতিতালয়ে গিয়েছিল যৌন তৃপ্তি মেটাতে। তাঁকেও মোটা অঙ্কের টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছিল।