খাস ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি সামলাচ্ছে অর্ন্তবর্তীকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানায়। নতুন করে তাঁর দলকে গঠন করারও কথা বলেন। তবে দেশে ফিরে যাতে কোনো গন্ডগোল না করে তারও হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) এবং ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল এম সাখাওয়াত হোসেন। আওয়ামি লিগের সদস্যদের উদ্দেশ্যে জানায়, অন্য কাউকে সামনে রেখে নতুন করে দল গঠন করতে। বাংলাদেশিদের কাছে আওয়ামি লিগের তেমন গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তাই ফের কোনো গণ্ডগোল না করে নতুন করে দল গঠন করার কথা বলেন।
বাংলাদেশের (Bangladesh) বর্তমান উপদেষ্টা ইউনূস (Muhammad Yunus) শেখ হাসিনার উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁরা সাধারণ মানুষকে উশকানি দিলে আওয়ামি লিগ টিকতে পারবে না। কিন্তু বর্তমান উপদেষ্টা হিংসা চায় না। কারোর ব্যাক্তিগত কারণে আওয়ামি লিগকে নষ্ট হতে দেবে না। আওয়ামি লিগ একটি বড়ো রাজনৈতিক দল। এখানে অনেক বড়ো নেতারা আছেন। তাই এই দলটি আমাদের গর্ব।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sekh Hasina) বাংলাদেশে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনি আসবেন, আপনার দেশ। আপনি আসছেন না কেন? আপনার নাগরিকত্ব তো যায়নি। ২১ বছর এই দেশে প্রধানমন্ত্রিত্ব করেছেন। কেউ তো আপনাকে যেতে বলেননি, আপনি স্বেচ্ছায় চলে গিয়েছেন। ফিরে আসেন, ভালো থাকবেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না।”
বাংলাদেশের (Bangladesh) ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল এম সাখাওয়াত হোসেনও এই বিষয়ে বলেন, “কেউ যদি মনে করেন আবার প্রতিবিপ্লব করে ক্ষমতায় আসবেন, তা করতে হলে হাজার হাজার লোকের রক্তের প্রয়োজন। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান, তাহলে আমার কিছু করার নেই। কোনো রাজনৈতিক দল নয়, এবার বিপ্লব করেছে দেশের তরুণ প্রজন্ম। তাঁরা তাঁদের জীবনও দিয়েছেন, যেটা আপনারা কোনোদিনও দিতে পারতেন না। পুলিশের গুলি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তাঁদের কোনো দুঃখ নেই। অনুরোধ করছি, দয়া করে দেশকে স্বাধীন রাখেন।”