খাসডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের মসনদে বসেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। বছর না ঘুরতেই পতন হয়েছে সেই সরকারের। বাংলাদেশে আপাতত অন্তবর্তী সরকার। সরকারের প্রধান বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস (MUHAMMAD YUNUS)। সম্প্রতি মহম্মদ ইউনূসের অন্তবর্তী সরকার বাংলাদেশে একমাস মেয়াদ পূরণ করেছে। আর সেই উপলক্ষ্যেই বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নোবেলজয়ী। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশেও দিলেন বিশেষ বার্তা।
আরও পড়ুন: অনুদানই উঠছে না, রামমন্দিরের অদুরে বাবরি মসজিদের ভবিষ্যৎ কী?
টেলিভিশন বার্তায় মহম্মদ ইউনূস জানান, সংস্কারের মাধ্যমেই জাতিকে নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করা হবে। ভারত ও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে মহম্মদ ইউনুস বলেন, ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চান তিনি। তবে স্বচ্ছতা ও সমতার ভিত্তিতেই সেই সম্পর্ক তৈরি হবে। প্রাক্তন হাসিনা সরকারের সমালোচনা করতে ছাড়েননি বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান। তিনি বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারে অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সব উন্নয়ন প্রকল্পের যাচাই–বাছাই করার কাজ ইতিমধ্যে শুরু করেছি। কর্মসংস্থান তৈরি করবে, এমন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।“
আরও পড়ুন: প্রয়াত সীতারাম ইয়েচুরি, ৭২ এ শেষ হল কমরেডের জীবন যুদ্ধ
গত ৫ ই অগাস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই থেকে ভারতে রয়েছেন তিনি। সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করেন মহম্মদ ইউনূস (MUHAMMAD YUNUS) । নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “যদি ভারত মনে করে যে বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত তাঁকে ফিরিয়ে না নিয়ে আসছেন ততদিন পর্যন্ত তাঁকে রাখা হবে তবে ততদিন পর্যন্ত তার শান্ত থাকা দরকার। তিনি ভারতে থাকছেন। আবার সেই সময়তেই তিনি নানা মন্তব্য করছেন। এটা খুব সমস্যার। তিনি যদি শান্ত হয়ে থাকেন তবে আমরা ভুলে যাব। মানুষও তাকে ভুলে যাবেন। ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, এটা কেউ পছন্দ করছে না”। হাসিনা যেদিন দেশ ছাড়়েন সেদিন ঢাকার রাজপথ চলে যায় সেনাবাহিনীর দখলে। বাংলাদেশে সব থেকে সুরক্ষিত ভবন গণভবনে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। দেদার চলে ভাঙচুর, লুটপাট।