
খাস ডেস্ক: কাবুলের শিক্ষাকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। উদ্ধারকার্যে এসে সাক্ষী হতে হল এক গা শিউরে ওঠা দৃশ্যের।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরেই মায়ের সঙ্গে বিমানপথে Deepika, কোথায় যাচ্ছেন অভিনেত্রী
সূত্রে খবর, ঘটনাস্থলে উদ্ধারকার্যে পৌঁছে নিহতদের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার হচ্ছে। কারও হাত কারও পা কিংবা শরীরের বিভিন্ন অংশ। স্থানীয় সংবাদ মাধ্যমের এক সাংবাদিক জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত একশোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পড়য়াদের সংখ্যা অত্যাধিক।
আরও পড়ুন: শ্রীভূমি থেকে দমদম পার্ক, ঠাকুর দেখার ভিড়ে যানজট এবং দুর্ঘটনা এড়াতে আমজনতার দাবি পূরণ
প্রসঙ্গত, শুক্রবার সকাল ৭ টা নাগাদ শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। সেইসময় পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুতি চলছিল। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ২৭ জন।
আরও পড়ুন: সিআইডি তদন্তের আর্জি খারিজ, বালির তপন দত্ত খুনকাণ্ডে সিবিআই তদন্তে আস্থা ডিভিশন বেঞ্চের
তালিবানের মুখপাত্রের তরফে বিবৃতি মারফত জানানো হয়েছে, আফগানিস্তানের রাজধানীতে ‘কাজ’ নামক একটি শিক্ষাকেন্দ্রে হামলা করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারবাহিনী। কিন কারণে এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।