খাস ডেস্ক: রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ কবে থামবে তার কোনও নিশ্চয়তা নেই। যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত কেবল ইউরোপই নয়, বিশ্বের অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত। যুদ্ধবাজ রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ছবির মতো সুন্দর দেশটিকে তছনছ করছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তবে এতে যুদ্ধ বন্ধ হবে কিনা তা এখন লাখ টাকার প্রশ্ন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ইউক্রেনে। মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে শুক্রবার বৈঠকে বসছেন। সূত্রের খবর, বৈঠকের অন্যতম মূল বিষয় রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ।
মোদি চলতি মাস থেকে বিদেশ সফর শুরু করেছেন। ইউক্রেন থেকে ফিরে আগামীমাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাবেন তিনি। শুক্রবার ইউক্রেনে পৌঁছেছেন মোদি। সফরের আগে দিল্লিতে বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে মোদি বলেছেন, আমি জেলেনস্কির সঙ্গে কথা বলে শান্তি ফেরানোর চেষ্টা করবো সর্বতোভাবে। এছাড়া ইউক্রেন ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করাও আমার উদ্দেশ্য।
যুদ্ধ বন্ধে মোদির এই ভূমিকা নতুন। কারণ এতদিন পর্যন্ত রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ বন্ধে ভারত কোনও ভূমিকা নেয়নি। বরং কূটনৈতিক নিরপেক্ষতা বজায় রেখেছে। ১৯৯১ সালে ইউক্রেন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে গেলেন।
সূত্রের খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মোদি একান্ত বৈঠক করবেন। বৈঠকের ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে এখন ওয়াকিবহাল মহল। মোদির সঙ্গে ইউক্রেন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
কয়েক সপ্তাহ আগে রাশিয়ায় সফরে গিয়েছিলেন মোদি। ওই সফর ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একাধিক পশ্চিমী দেশের সমালোচনার মুখে পড়ে ভারত। এরপর মোদির ইউক্রেন সফর কূটনৈতিক দিক দিয়েও তাৎপর্যপূর্ণ।