খাস ডেস্ক: মোবাইল ফোন এখন পৃথিবীর সর্বত্র মানুষের হাতে হাতে। কোটি কোটি মানুষ স্মার্ট ফোন ব্যবহার করেন। স্মার্ট ফোন অথবা মোবাইল ব্যবহার করা ক্ষতিকারক বলে মনে করে ওয়াকিবহাল মহল। এব্যাপারে লাগাতারভাবে সতর্কতাও জারি করা হয়েছে। অনেকক্ষেত্রে মোবাইল ফোন ঘণ্টার পর ঘন্টা ব্যবহার করার ফলে মানসিক নানাবিধ সমস্যাও দেখা দিচ্ছে।
অনেকে আশঙ্কা করছিলেন, মোবাইল ফোন ব্যবহার করার ফলে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কার জেরে চিকিৎসা বিজ্ঞানীরা একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চালানো সমীক্ষায় স্পষ্ট হয়েছে যে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সারের কোনও সম্ভাবনা নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এ সংক্রান্ত একটি স্টাডি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, গত একদশক ধরে বিশ্বজুড়ে মোবাইল ফোনের ব্যবহার উত্তরোত্তরভাবে বাড়ছে। বাড়ছে ওয়্যারলেস প্রযুক্তির ব্যবহারও। সূত্রের খবর, ১৯৯৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রকাশিত ৬৩টি স্টাডি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ১০টি দেশে চালানো সমীক্ষার ভিত্তিতে এই স্টাডি রিপোর্টগুলো প্রকাশিত হয়।
নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক এলউড বলেছেন, এপর্যন্ত যে সমস্ত স্টাডি হয়েছে তার একটিতেও দেখা যায়নি মোবাইল ব্যবহারের ফলে মস্তিষ্ক-সহ দেহের নানা অংশে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে।