ওয়াশিংটন: করোনা আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে চিনের সুনাম কখনই শোনা যায়নি। কিন্তু সম্প্রতি ট্রাম্প বলেছেন, “তিনি দু’দেশের মানুষকেই ভালোবাসেন, তাই দুই দেশের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করতে চান।“ তাঁর তরফে এ কথা জানালেন হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি।
আর ট্রাম্পের হঠাৎ এই সুর বদলে নানান প্রশ্ন সামনে আসছে? কারণ চলতি সপ্তাহেই বুধবার মার্কিন সচিব মাইক পম্পেও বলেছেন যে, “ভারত ও আমেরিকার মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে।“ তার আগে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো-ও ভারতকে আমেরিকার মহান মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের ভাল বন্ধু।“ এমনকি লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনা চলছে, তখনও ট্রাম্প চিনকে বিদ্ধ করে ভারতের সমর্থনেই কথা বলেছিলেন।
এছাড়াও গত কয়েক মাস ধরেই করোনা নিয়ে চিনকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন ট্রাম্প। লাদাখ সংঘর্ষেও ভারতেরই পাশে থাকার বার্তা দিয়েছেন। এর ঠিক পরেপরেই হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বার্তায় উঠে এল দু’দেশের জন্যই তিনি একই রকম ভাবে উদ্বিগ্ন এবং সে জন্যই শান্তিরক্ষায় সাহায্য করতে চান।
তাই ট্রাম্পের এই বক্তব্যে নানান প্রশ্ন উঠে আসছে। চিনের প্রতি সুর নরম করায় অনেকেরই মনে নানান ভাবনা আসছে।