
খাস খবর ডেস্ক: দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ। আর নিষেধাজ্ঞার বদলে নিষেধাজ্ঞা। রাশিয়ার ওপর একের পর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জবাবে এবারে রাষ্ট্রপতি জো বাইডেনসহ মোট ৯০০ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করল ক্রেমলিন। এর ফলে এই সমস্ত ব্যক্তি এবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন: যুদ্ধ কী তাহলে শেষের পথে, আত্মসমর্পণ ইউক্রেনীয় সেনার
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বিবিসি এই তথ্যটি প্রকাশ করেছে। যার অর্থ হল, যদি বাইডেন রাশিয়ায় যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁকে কার্যত ঢুকতে দেওয়া হবে না। মার্কিন রাষ্ট্রপতি ছাড়াও ভ্লাদিমির পুতিনের ব্লক লিস্টে রয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।
রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে-ই তাদের ওপর এই নিষেধাজ্ঞা। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা জারি করে এসেছে বাইডেনের আমেরিকা। রাশিয়ার বিদেশ মন্ত্রক আরও জানাচ্ছে, “আমরা সৎ। আমরা সংঘাত চাই না। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পারস্পরিক সমঝোতার পথ এখনও খোলা রয়েছে।”