নয়াদিল্লি: চলতি মাসের শেষের দিকে দুই দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পও আসছেন প্রেসিডেন্টের সঙ্গে। ওই সফরের মাঝেই ভয়াবহ জঙ্গিহানা ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করার পরিকল্পনা করেছে জঙ্গি সংগঠন জৈইশ-ই-মহম্মদ। ভিডিও প্রকাশ করে দেওয়া হয়েছে হুমকি।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে জৈইশ জঙ্গিরা। সেই ভিডিও-তে সরাসরি ‘বদলা’ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ভারত সরকারকে। সেখানে বলা হয়েছে যে হত্যাকারীদের কখনই ক্ষমা করা হবে না। ভারত সরকারের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলা হয়েছে, “যে উপায়ে মুসলিমদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং মুসলিমদের জনবসতি ধ্বংস করা হচ্ছে সেই সবকিছুই উসুল করা হবে।”
কোরান শরিফ হাতে নিয়ে এক ব্যক্তিকে হুমকি দিতে দেখা গিয়েছে ওই ভিডিও-তে। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, “আমরা অনেক শান্তিক ঘুমপাড়ানি কথা শুনেছি। আর কোনও অজুহাত শোনা হবে না। সব অজুহাত শোনার সময় শেষ হয়ে গিয়েছে। এবার সব হিসেব বুঝে নেওয়ার সময় এসেছে।”
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে দুই দিনের ভারত সফরে আসছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। সেই সফরের মাঝেই ভয়াবহ কোনও নাশকতার পরিকল্পনা করেছে জৈইশ জঙ্গিরা। ভারতীয় নিরাপত্তাবাহিনীর গোয়েন্দাদের কাছে সেই তথ্য ছিলই। এই ভিডিও প্রকাশের পরে সেই বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছেন তাঁরা।
কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনী সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরু দিকে অধিকৃত কাশ্মীরে ভারতে নাশকতা চালানোর বিষয়ে বড় পরিকল্পনা হয়েছে। সেই বৈঠকে পাক সেনাবাহিনীর পদস্থ কর্তা থেকে শুরু করে আইএসআইয়ের আধিকেরাও উপস্থিত ছিল। জৈইশ জঙ্গিদের পাশাপাশি লস্কর এবং হুজবুলের সদস্যরাও সেই বৈঠকে উপস্থিত ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা