খাস ডেস্ক: সারা বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন যুদ্ধবিরোধী মানুষের প্রতিবাদ সত্ত্বেও ইজরায়েল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে লাগাতারভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের অক্টোবর মাস আসতে আর খুব একটা দেরি নেই। এদিকে গাজায় ইজরায়েলের হামলা থামার কোনও চিহ্নই নেই। এই পরি্স্থিতিতে হাজার হাজার নিরীহ মানুষ, বিশেষত মহিলা ও শিশুদের পর্যন্ত সেনা হামলায় মৃত্যু হচ্ছে।
গাজায় ইজরায়েলের লাগাতার হামলার ফলে যে মৃত্যুমিছিল দেখা দিয়েছে তাতে মৃতের সংখ্যা মনকে শোকাবহ করার পক্ষে যথেষ্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসম্পর্কে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে। সেই অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে এপর্যন্ত নিহত প্যালেস্তিনীয় নাগরিকের সংখ্যা ৪১ হাজারের উপর। এছাড়া জখমের সংখ্যা ৯৪ হাজারের চেয়ে বেশি বলে জানা গিয়েছে।
গত ২৪ ঘন্টায় ইজরায়েলের হামলায় ৩২জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা অন্তত ১০০জন। এপর্যন্ত ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ইজরায়েল যেভাবে গাজাতে লাগাতারভাবে নতুন করে হামলা চালাচ্ছে তার তীব্র বিরোধিতা করেছেন রাষ্ট্রসঙ্ঘের বিশেষ কো-অর্ডিনেটর। তিনি বলেছেন, ইজরায়েল যেভাবে গাজার আল-মাওয়াসিতে হামলা চালাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি। লন্ডনে সাংবাদিক সম্মেলন করে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ল্যামি।