
সিঙ্গাপুর: সম্প্রতি এক ভারতীয় বংশোদ্ভূতের নিন্দনীয় কাণ্ড উঠে এসেছে শিরোনামে। সিঙ্গাপুরের বাসিন্দা এই ভারতীয়। তিনি সেখানে ডেলিভারি ড্রাইভার হিসাবে কর্মরত। তার অশালীন কাণ্ডের জন্য ৪ বছর তিন মাসের জেলের সাজা শোনাল সিঙ্গাপুর।
দেশের ইসুন অ্যাভিনিউতে হাঁটতে বেরিয়ে এক মহিলাকে যৌন নির্যাতনের শিকার হতে হল। ওই মহিলা একাই হাঁটতে বেরিয়েছিলেন। সন্ধ্যে ৭.৩০টা নাগাদ কান্নান তার ভ্যানে বসে পর্নোগ্রাফিক ভিডিও দেখছিল। সেই সময়েই সে ওই মহিলাকে হাঁটতে দেখে।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর কর ঝেন হং-এর দেওয়া তথ্য অনুসারে, অভিযুক্ত ওই মহিলাকে দেখামাত্রই যৌন উত্তজনার বশে তাঁর কাছে যাওয়ার কথা ভাবে। তারপরেই অভিযুক্ত ওই মহিলাকে যৌন প্রস্তাব দেয় এবং পিছন থেকে তাঁকে আটকে দেয়।
তারপরেই অভিযুক্ত ওই মহিলাকে চেপে ধরে পিছনের ঝোপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি অশালীনভাবে তাঁকে স্পর্শ করে যৌন নির্যাতনও করে। ওই মহিলা বারবার অভিযুক্তকে সরানোর চেষ্টা করেও পারেনি। তারপরে ৬০ বছরের কান্নান বছর ৩৬-এর ওই মহিলাকে বুকর মধ্যে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। মহিলার বাম কনুইতে আঘাতও লাগে।
তারপর ওই মহিলাকে কান্নান বলেও যে , সে তাঁর সঙ্গে সঙ্গম করতে চান। এই কথা শুনে মহিলা তাঁকে লাথি মেরে সরায়। সেই সময়েই অন্য একজন এসে তাঁকে উদ্ধার করেন। সেই মূহুর্তেই কান্নান তার ভ্যানে উঠে ওই জায়গা থেকে পালিয়ে যায়। ১২ মে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার অভিযুক্ত কান্নান সুকুমারণকে আদালত ৪ বছর তিন মাসের জেলের সাজা শুনিয়েছে।