প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিবাদ সভা করতে বদ্ধপরিকর Imran Khan

0
35
Imran Khan

খাস ডেস্ক: চলতি মাসেই গুলির আঘাতে জখম হয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। কিন্তু গুলি লাগলেও একফোঁটা দমে যাননি তিনি। রাওয়ালপিন্ডিতে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইতিমধ্যেই সমগ্র দেশ থেকে রাওয়াল্পিন্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইমরানের সমর্থকরা। সেনা-শহর রাওয়াল্পিন্ডির ঐতিহাসিক মুরি রোডের মাঝে মঞ্চ বাধার কাজও শুরু হয়ে গিয়েছে। যারা ইতিমধ্যেই রাওয়ানপিন্ডি পৌঁছে গিয়েছেন তাঁদের থাকার জন্য সভাস্থলের কাছে আলমা ইকবাল পার্কে অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- শেহজাদা নয় রামচন্দ্র’কেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান Kriti Sanon

- Advertisement -

এদিন দুপুর ১ টায় লাহোরের জামান পার্কের বাড়ি থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাঁর। বুলেট প্রুফ গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হবে। এদিন সন্ধ্যে ৬ টায় সমর্থকদের সঙ্গে দেখা করবেন ইমরান। রাওয়ালপিন্ডির প্রশাসন একদিনই সভা করার অনুমতি দিয়েছে। কেননা, ওই অঞ্চলে ইংল্যান্ডের ক্রিকেট দলের আসার কথা রয়েছে। তাই সভার পরই দ্রুত জায়গাটি ফাঁকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে স্থানীয় প্রশাসন। ফলে সভার পর সমর্থকদের সঙ্গে তেহেরিক-ই-ইনসাফের প্রধান একান্ত বৈঠক করবেন কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- KMDA-কে সরিয়ে EM Bypass-র দায়িত্ব এখন কলকাতা পুরসভার হাতে

শুক্রবার ঘায়েল হওয়া সত্ত্বেও দেশের জন্য রাওয়ালপিন্ডি যেতে বদ্ধপরিকর বলে জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। পাশাপাশি, দেশের ‘আসল স্বাধীনতা’ এবং যতদিন না পুনরায় নির্বাচনের দিন ধার্য করা হয়, লড়াই চালিয়ে যাবেন বলে বার্তা দিয়েছিলেন তিনি। ইমরান খান (Imran Khan) বলেছিলেন, সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পালানোর চেষ্টা করছে। পাশাপাশি, তিনি জানিয়েছিলেন, তাঁর উরুতে লাগা বুলেটের ক্ষত ধীরে ধীরে সেরে উঠছে। কিন্তু পায়ের নীচের দিকে এসে লাগা তৃতীয় গুলির ক্ষতের জন্য হাঁটাচলা করতে এখনও অসুবিধে হচ্ছে তাঁর।