
খাস ডেস্ক: রাজনৈতিক কারণে প্রায় রোজই খবরের শিরোনামে উঠে আসেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার চর্চায় তাঁর প্রাক্তন স্ত্রী। ৪৯ বছর বয়সে তৃতীয় বিয়ে সেরে ফেললেন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন তিনি।
রেহাম খানের পাত্র পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা মিরজা বিলাল (৩৬)। দুজনের বয়সের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তবে ভালোবাসা বয়স দেখেনি। যদিও দুজনের কীভাবে পরিচয় হয়েছিল সেবিষয়ে কিছু জানা যায়নি।
Finally found a man who I can trust @MirzaBilal__ pic.twitter.com/nx7pnXZpO6
— Reham Khan (@RehamKhan1) December 23, 2022
সোশ্যাল মিডিয়ায় রেহাম লিখেছেন, ‘অবশেষে একজন পুরুষকে খুঁজে পেলাম যাকে বিশ্বাস করতে পারব।’ বিলাল পাকিস্তানে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত। তবে তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। এটি তাঁরও তৃতীয় বিয়ে বলেই খবর।
— Reham Khan (@RehamKhan1) December 23, 2022
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ইজাজ রহমানের সঙ্গে প্রথম বিয়ে রেহামের। ২০০৫ সালে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। ২০১৪ সালে দ্বিতীয়বার ইমরান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই বৈবাহিক সম্পর্কের অস্তিত্ব ছিল মাত্র ১০ মাস। ২০১৫ সালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন।
আরও পড়ুন: খেলায় জিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, সোশ্যাল মিডিয়ায় ভিডিও নজরে আসতেই গ্রেফতার ৫
বিচ্ছেদের পর ২০১৮ সালে রেহাম খান নিজের অটোবায়োগ্রাফি প্রকাশ করেন। যেখানে তিনি অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী ইমরান খান কীভাবে তাঁকে দিনের পর দিন হেনস্থা করতেন। তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছিলেন।