খাস ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) উত্তাল পরিস্থিতির ছাপ পড়েছে আন্তর্জাতিক ব্যবসায় (international business)। সীমান্তে পণ্য পরিবহন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই যথার্থ পরিমাণ পদ্মার ইলিশের (Hilsa Fish) দেখা নেই বাংলায়। আর পাওয়া গেলেও তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে যা কোনোভাবেই কেনা সম্ভব হচ্ছে না। আকাশছোঁয়া ইলিশের দাম দেখে মাথায় হাত ইলিশ প্রেমীদের। হাসিনা সরকার যে ইলিশ চুক্তি (Hilsa Contract) প্রতিবছর করতেন, তা চলতি বছরে কী হতে পারে সে নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা।
হাজার হাজার টাকা দিয়ে ইলিশ কিনেও কি ক্রেতারা আসল ইলিশ পাচ্ছেন? প্রশ্ন সাধারণ মানুষের মনে। পদ্মার ইলিশের সেই স্বাদ যেন মিলছে না দাবি ইলিশ প্রেমীদের। ক্রেতাদের ধারণা পদ্মার ইলিশ (Hilsa Fish) বলে বিক্রি করা হলেও তা আদতেও পদ্মার ইলিশ কিনা তা নিয়ে সন্দেহে রয়েছে ক্রেতারা। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে দুর্গাপুজোর পর পর্যন্ত বাংলাদেশ (Bangladesh) থেকে চুক্তি করে কয়েক হাজার টন ইলিশ আসত বিপুল পরিমাণে। হাসিনা সরকার ইলিশ চুক্তিতে (Hilsa Contract) কয়েক হাজার টন ইলিশ রফতানি করত ভারতে। তবে বর্তমানে সরকার ভেঙে যাওয়ায় নতুন সরকার এসে পদ্মার ইলিশ আমদানি-রফতানির ব্যপারে কী সিদ্ধান্ত নেবে তা জানা নেই কারোরই।
বিগত কয়েকদিনে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে আন্তর্জাতিক ব্যবসায় ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। সাধারণত পশ্চিমবঙ্গে ইলিশের বেশিরভাগটাই আসে বাংলাদেশ থেকেই। তবে বাংলাদেশে আন্দোলনের জেরে ভারতে এসে পৌঁছায়নি পদ্মার ইলিশ (Hilsa Fish) সহ অন্যান্য মাছও। হাওড়ার (Howrah) পাইকারি বাজারে প্রতিদিন যে পরিমাণ মাছ আমদানি হত, তার পরিমাণ কমে গেছে অনেকটাই। ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ (Bangladesh) থেকে প্রতিদিন ৮-১০ টি মাছ ভর্তি ট্রাকে ৮০০ মেট্রিকটন পাবদা, পার্শে, ট্যাংরা, ভেটকি, পমফ্রেট মাছ আসত হাওড়া পাইকারি বাজারে। তবে বেশ কিছুদিন সীমান্তে পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে প্রায় গড়ে ২ কোটি টাকা।
বাংলাদেশে আন্দোলনের জেরে দাম বেড়েছে ইলিশের (Hilsa Fish) বাজারেও। ছোট মাছের দাম বেড়ে হয়েছে ৩০০-৪০০ টাকা। আবার একটু বড়ো মাছের দাম পৌঁছেছে কেজি প্রতি ৫০০ টাকায়। ১২০০-১৩০০ গ্রামের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১৫০০-১৬০০ টাকা কেজি দরে। বর্তমানে বাংলাদেশ (Bangladesh) থেকে ইলিশ পাচার করে প্রচুর মুনাফা অর্জন করছে পাচারকারীরা। বেশি দামে ইলিশ বিক্রি করে লাভ করছে খুচরো ব্যবসায়ীরাও।