খাস ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে হ্যাকিংয়ের (Hacking) পরিমাণ বেড়েই চলেছে। এই হ্যাকিং এবার বাস্তবায়িত হচ্ছে হোয়াটসঅ্যাপেও। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপকে কাজে লাগিয়েই চলছে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর কাজ। কয়েকশোর বেশি প্রতারণার খবর পেয়ে সতর্কবার্তা সাইবার ক্রাইম (Cyber Crime) সেন্টারের।
হোয়াটসঅ্যাপে (WhatsApp) আচমকা কোনো অডিও কল পেলে। সেই কলে দেওয়া ওয়ান টাইম পাসকোডে ক্লিক করে কলটিতে জয়েন হতে বললে বুঝবেন তা একটি প্রতারণার ফাঁদ। কারণ এই কলটিতে জয়েন করা মাত্রই হ্যাকারদের হাতে চলে যাবে আপনার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। ইউজার চেষ্টা করলেও আর ফেরত পাবে না অ্যাকাউন্টটি। এমনকি তাঁর কনট্যাক্টসে থাকা অন্যান্য ব্যক্তির থেকেও হ্যাকাররা টাকা হাতিয়ে নিতে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, সমগ্র পৃথিবীতে প্রায় দুশো কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আর সাধারণ মানুষের এই ব্যবহারকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। চলতি বছরে প্রায় ৬৩০ টারও বেশি প্রতারনার ঘটনা সাইবার ক্রাইম (Cyber Crime) সেন্টারের সামনে এসছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপের সদস্য হওয়ার ভান করেই টাকা হাতাচ্ছেন এই প্রতারকেরা। আর এই সদস্য সেজেই হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছ থেকে আদায় করে নিচ্ছে তাঁদের যাবতীয় তথ্য।
সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে (WhatsApp) কোনো ধরনের সন্দেহজনক মেসেজ পেলে অথবা কেউ কোনো উপদেশ দিতে চাইলে তার থেকে সাবধান থাকবেন। যদি বুঝতে পারেন, এ কোনো হ্যাকারদের কাজ তৎক্ষনাৎ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। তাহলে হয়েতো কোনো বড়ো বিপদের থেকে রক্ষা করা সম্ভব হবে।