
খাস ডেস্ক: পদ্মার ইলিশ শুনলে জিভে জল চলে আসে বাঙালির। ওপার বাংলার সেই ইলিশ পাতে পড়লে তো আর কথাই নেই। তবে মধ্যবিত্তের কাছে অবশ্য ইলিশের বিলাসিতার থেকে কাতলার ঝাল-ঝোলের অনেক বেশি কদর। বাজারে রুই-কাতলার চাহিদাও বেশি। এদিকে বাংলাদেশে কার্যত চাঞ্চল্যকর ঘটনা। ধরা পড়ল দৈত্যাকার এক কাতলা মাছ। যার ওজন দেখে রীতিমতো অবাক জেলেরা। রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়ল বিশাল ওজনের মাছ।
এক জেলে কুদ্দুস হালদারের জালে ধরা পড়ে। মাছটিকে দেখতে ভিড় জমে যায় নদীর ধারে। মাছটির ওজন ৩২ কেজি। এই মাছ পেয়ে জেলেদের লক্ষীলাভ হল তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে পদ্মা নদীর জল কমে যাওয়ায় যমুনার মোহনায় বিভিন্ন প্রজাতির বড় আকৃতির মাছ উঠে আসে। জেলেদের জালে ধরা পড়ছে বিশালাকার সব মাছ। সেগুলি জেলেরা মোটা টাকায় বিক্রি করছেন। দৌলতদিয়ার মত্স্য ব্যবসায়ী শাহজাহান শেখ ৩২ কেজি ওই মাছটি কিনে নেন।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার শিকার অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি, মৃত দুই
এত বড় কাতলা বিক্রি করতে গিয়ে ভালোই লাভ করছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি ২০০০ টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় শাহজাহান শেখকে মাছটি বিক্রি করেন কুদ্দুস হালদার। এরপর হাত বদল হতেই দাম ক্রমশ বাড়তে থাকে দৈত্যাকার ওই কাতলার। কেজিতে ১০০ টাকা করে লাভ রেখে ঢাকার কাঁচপুর এলাকার এক বড় ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২১০০ টাকা দরে ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন।