Earthquake: টি -২০ বিশ্বকাপ ফাইনালের দিন দুবাইয়ে ভূমিকম্প

0
122

খাস খবর ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির কিছু অংশে হঠাৎই ভূমিকম্প। জানা গিয়েছে, সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর ফলে ভূ-কম্পনের প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও শারজাহতে। যার তীব্রতা ছিল ২.৩। দুবাইয়ে টি -২০ বিশ্বকাপের ফাইনাল শুরুর ঠিক আগে ভূমিকম্প অনুভূত হয়। দুবাইয়ে ট্রফির লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

প্রথমবারের মতো টি -২০ বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দুই দলেরই। দুবাইয়ের বিভিন্ন স্থানে দুই থেকে তিন মিনিট আফটার শক অনুভূত হয়েছে। লোকজন বাড়িঘর, অফিস থেকে বেরিয়ে আসেন। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে, ভূমিকম্প বেশি দেশের উত্তর ও পূর্বাঞ্চলে অনুভূত হয়েছে।

আরও পড়ুন: টি -২০ বিশ্বকাপের আসর বসবে আমেরিকায়, বড় পরিকল্পনা ICC -এর

সংযুক্ত আরব আমিরশাহির ভূতাত্ত্বিকদের মতে, ইরানের ফল্ট লাইনের কাছাকাছি হওয়ার কারণে উত্তর ও পূর্বাঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কিছুটা বেশি। সংযুক্ত আরব আমিরশাহির বেশ কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন যে তারা দুটি ভূমিকম্পের ফলে হালকা কম্পন অনুভব করেছেন।