খাস খবর ডেস্ক: ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার ভোরে তার জেরে কেঁপে উঠল দেশটির পূর্বাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৭.৩।
BREAKING: An undersea earthquake measuring magnitude 7.3 has hit off Indonesia's Flores Island, and a meteorological agency has issued a tsunami alert. https://t.co/1SNaQEXRuy
— The Associated Press (@AP) December 14, 2021
জোরালো ভূমিকম্প, তা আর বলার অপেক্ষা রাখে না। USGS গবেষকরা ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামির আশঙ্কা করছেন। কম্পনের এপিসেন্টার জানা গিয়েছে, মওমেরে শহর থেকে ১০০ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের ১৮.৫ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে। আগ্নেয়গিরির প্রাবল্য থাকায় যেখানে প্রায়ই সৃষ্টি হয় ভূমিকম্প কিংবা সুনামির। তাছাড়া দেশটি দুটি মহাদেশীয় এবং দুটি মহাসাগরীয় পাতের মধ্যবর্তী স্থানে বিস্তৃত। ইউরেশিয়ান এবং অস্ট্রেলিয়ান প্লেট। অন্যদিকে ফিলিপিন্স সী এবং প্যাসিফিক প্লেট। এই দুয়ের প্রভাবেই ভূমিকম্প বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: তীব্র খরা, মৃত্যু ঘটে চলেছে একের পর এক জিরাফের
এদিন ভোররাতে ঠিক ৩টে বেজে ২০ নাগাদ কম্পিত হয় ইন্দোনেশিয়া। ফ্লোরের দ্বীপের উত্তর-পশ্চিমে সমুদ্রের গভীরে হয় এই কম্পন। ফলে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। এখনও ভূমিকম্পের কারণে হতাহতের খবর সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি।