
খাস খবর ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিনে। দেশটির জলসম্পদ মন্ত্রক জানাচ্ছে, ১১৩টি নদীর জল উপচে পড়ে আশপাশের এলাকা প্লাবিত করেছে। এছাড়া ৭টি নদীতে জলসীমা ক্রমেই বেড়ে চলেছে।
আরও পড়ুন: এবারে আর নিস্তার নেই রাশিয়ার, চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র
বন্যাতে-ই শেষ নয়। এর পাশাপাশি বিধ্বংসী ভূমিধ্বসের এবং পূর্ব চিনে ঝড়ের সতর্কবার্তা-ও জারি করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বেশ কয়েকদিন আরও ভারী বর্ষণ হতে পারে। যা বিপদ আরও বাড়াতে পারে।
ইতিমধ্যেই বন্যার কারণে প্রভূত ক্ষতির সম্মুখীন প্রসাশন। একটি আপেক্ষিক ধারণা অনুযায়ী, দেশের সবথেকে ঘনবসতিপূর্ণ অঞ্চল গুয়াংডংয়ে এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৬ কোটি ১০ লাখ ডলার। যা জানা যাচ্ছে, অঞ্চলটি বন্যায় কার্যত ভেসে গিয়েছে। বাড়িঘর ভেঙে ভেসে গিয়েছে। গাড়ি ভেসে গিয়েছে। রাস্তা কার্যত জলের তলায়। এলাকাটিতে স্কুল, কলেজ এবং অফিস স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বন্ধ।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এদিকে বন্যা পরিস্থিতির কারণে তৈরি হয়েছে খাদ্য সংকট-ও। অনেক মানুষ-ই ভবিষ্যতের জন্য খাদ্য মজুত করে রাখছেন। এই অবস্থায় অনেক দোকানেই পর্যাপ্ত খাদ্য মিলছে না। এমনকি অনেক দোকান থেকে চাল আর তেল উধাও হয়ে যাচ্ছে।