ভূমিকম্পে বিধ্বস্ত পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা

0
170

খাস খবর ডেস্ক: মঙ্গলবার রাতে এক শক্তিশালী কম্পন অনুভূত হয় আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর-পূর্ব সীমান্তে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। এই ভূমিকম্পের কবলে পড়ে বিধ্বস্ত পাকিস্তান। জানা যাচ্ছে, দেশটিতে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু ঘটেছে। এছাড়াও একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: Delhi Earthquake: ৪৫ সেকেন্ডে পরপর তিনবার কেঁপে উঠল দিল্লি, ফের ভূমিকম্প রাজধানীতে

- Advertisement -

মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টা নাগাদ আফগানিস্তানের জুরম শহরে এই ভয়াল ভূমিকম্প আঘাত হানে। এর জেরে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি-ও। এছাড়া আফগানিস্তানেও দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ পাকিস্তানের শহরগুলিতে। সেখানে মানুষজন ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কারণ ভূমিকম্পের জেরে দেখা দিয়েছে ভূমিধ্বস।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথ্য দিচ্ছে, দেশটির উত্তর-পূর্ব লাঘমান প্রদেশে দুজন নিহত হয়েছে ভূমিকম্পে। এবং আহত কমপক্ষে ৮। পাশাপাশি পাকিস্তান জানাচ্ছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভূমিকম্পে বাড়িঘর ধ্বসে দুই শিশুসহ অন্তত ৯ জন মারা গেছে। এছাড়া অন্তত ৪৪ জন আহত হয়েছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

পাক স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল দেশের সব হাসপাতালে আপৎকালীন সতর্কতা জারি করেছেন। এদিকে যা জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। এর ফলে দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের একাধিক স্থানে কম্পন অনুভূত হয়। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে মানুষকে আতঙ্কিত হয়ে পড়তে দেখা গিয়েছে।