খাসডেস্ক: ইউরোপের দেশগুলিতে দাপট দেখাতে শুরু করেছে কোভিডের (COVID) নতুন ভ্যারিয়ান্ট XEC। এটি দ্রুত সংক্রমণের ক্ষমতা রাখে। বিবিসির একটি সূত্র জানাচ্ছে গত জুনে সর্বপ্রথম জার্মানিতে নতুন ভ্যারিয়ান্টটি নজরে আসে। এরপর ইউকে, ইউএস, ডেনমার্ক সহ ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়ে। ওমিক্রনের পরবর্তী ভ্যারিয়ান্ট হল XEC । এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য শরতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নতুন পদে বাবার ডেপুটি হতে চলেছেন, কী বলছেন তরুণ অভিনেতা-প্রযোজক-রাজনীতিবিদ
ওমিক্রনের সাব ভ্যারিয়ান্ট KS.1.1 ও KP.3.3 র হাইব্রিড হল XEC। যা গোটা ইউরোপ জুড়ে এখন দাপট দেখাচ্ছে। পোল্যান্ড, নরওয়ে, ইউক্রেনের মতো ২৭ টি দেশ থেকে ৫০০ টি মতো নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ডেনমার্ক, জার্মানি ও ইউকের মতো দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের এই ভ্যারিয়ান্টটি। প্রফেসর লন্ডনের জেনেটিক ইনস্টিটিউট অব কলেজের ডিরেক্টর ফ্রানকয়েজ ব্যালক্স বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, XEC কোভিডের (COVID) অন্যান্য ভ্যারিয়ান্টের তুলনায় দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখে, তবে ভ্যাকসিন এই সংক্রমণকে প্রতিরোধ করতে সক্ষম। গোটা শীত জুড়ে এই ভ্যারিয়ান্টটি দারুণভাবে প্রভাব বিস্তার করতে পারে।
আরও পড়ুন : চিকিৎসকদের উদ্বেগের সঙ্গে একাত্মতা, নীরবতা ভেঙে এবার আন্দোলনকারীদের বার্তা ‘পিসির ভাইপোর’
XEC র বৈশিষ্ট্য কোভিডের (COVID) অন্যান্য ভ্যারিয়ান্টগুলির মতো। জ্বর, গলা ব্যাথা, কফ, কোন কিছুর গন্ধ না পাওয়া, গায়ে-হাতে-পায়ে নিদারুণ ব্যাথা। এই পরিস্থিতিতে চিকিৎসকরা সকলকে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। তবে গবেষকরা XEC র বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য গভীর পর্যবেক্ষণের কথা জানাচ্ছেন। কোন কোন বিশেষজ্ঞ মনে করছেন XEC সবে পথ চলা শুরু করেছে। করোনার নতুন ঢেউ তৈরির আগে পর্যন্ত এই ভ্যারিয়ান্ট আগামী কয়েক মাস দারুন প্রভাব ফেলবে।