এই দেশের নাগরিকরা আর ভারতে আসতে পারবেন না, জারি নিষেধাজ্ঞা

0
127

খাস খবর ডেস্ক: জারি হল কড়া নিষেধাজ্ঞা। ফলে সৌদি আরবের নাগরিকেরা আপাতত আর আসতে পারবেন না ভারতে। কোভিডের প্রাদুর্ভাব হঠাৎ করে আবার বেড়ে যাওয়ায় কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কি পক্সে আক্রান্তদের কোয়ারান্টাইনের নির্দেশ, জল্পনা লকডাউনের-ও

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

একে করোনায় রক্ষে নেই, মাঙ্কি পক্স দোসর। বেলজিয়ামে ইতিমধ্যে-ই মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যাক্তিদের কোয়ারান্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কোভিডের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সত্যিই চিন্তায় পড়ে গিয়েছেন বিশেষজ্ঞরা। মূলতঃ এই কারণেই ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হল সৌদি আরব।

উল্লেখ্য, কেবল ভারতেই নয়। মোট ১৬টি দেশে নাগরিকদের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এই ১৬টি দেশ যথাক্রমে ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথোপিয়া, কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলা। এইসব দেশে আপাতত আর ভ্রমণ করতে পারবেন না সৌদি আরবের নাগরিকেরা।

তবে কোভিডের এই প্রাদুর্ভাবের মধ্যে সৌদি আরবের জন্য একটাই ভাল খবর। দেশটিতে এখনও পর্যন্ত কোনও মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। এমনটাই জানাচ্ছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক।