বেজিং: চিনে ক্রমশ মহামারীর চেহারা নিচ্ছে করেনা-ভাইরাস৷ বাড়ছে মৃতের সংখ্যা৷ একদিনের মধ্যে ৪১ থেকে একধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫৬৷ শুধু হুবেই প্রদেশে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫২ জন৷ গোটা দেশে আক্রান্তের সংখ্যা দু’হাজার৷
শনিবার অবধি চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৪১৷ নতুন করে আরও ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে৷ এছাড়া ৬৮৮ জনের শরীরে করোনা-ভাইরাস ধরা পড়েছে৷ রবিবার সেদেশের ন্যাশনাল হেলথ কমিশন একথা জানায়৷ সবথেকে খারাপ অবস্থা হুবেই প্রদেশে৷ হুবেইয়ের রাজধানী উহান করোনা-ভাইরাসের উৎসস্থল৷ নতুন করে যে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে তাদের মধ্যে ১৩ জন হুবেই প্রদেশের বাসিন্দা৷ সব মিলিয়ে এই প্রদেশে মৃতের সংখ্যা ৫২৷
চিনে তো বটেই, করোনা-ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷ চিনের বাইরে অন্য দেশগুলি থেকে করোনা-ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ এই ভাইরাস নিয়ে ভারতেও উদ্বেগ বেড়েছে৷ ইতিমধ্যে চিন ফেরত ১১ জন ভারতীয়কে আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ অধিকাংশই কেরলের বাসিন্দা৷ তাঁদের হালকা সর্দি ও কাশি ছিল৷ কিন্তু কোনওরমক ঝুঁকি না নিয়ে তাদের পাঠানো হয়েছে হাসপাতালে৷ যদিও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, কারওর শরীরে এই ভাইরাসের উপসর্গ মেলেনি৷ তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ এদিকে নেপালেও ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস৷ তারপরই ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে৷