
কাতার: অবশেষে আমেরিকার সঙ্গে শান্তি স্থাপন চুক্তিতে সই করল তালিবান৷ শনিবার দোহাতে দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক সেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়৷
এদিন দোহাতে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও৷ শান্তি চুক্তিতে সইয়ের পর তালিবানের প্রশংসা শোনা যায় তাঁর মুখে৷ মাইক পম্পেও বলেন, ‘‘আল কায়েদা-সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তালিবানের সম্পর্ক শেষ হল৷ আমেরিকার সঙ্গে শান্তি স্থাপনে তালিবান আগ্রহ দেখায়৷ তাদের সেই চেষ্টা চুক্তির মাধ্যমে সার্থক হল৷’’
চুক্তিতে স্বাক্ষরিত হলেও তালিবানের পরবর্তী কর্মকাণ্ডের উপর নজর রাখবে আমেরিকা সেকথা স্পষ্ট জানিয়ে দেন মাইক পম্পেও৷ তিনি জানান, তালিবান যে প্রতিশ্রুতি দিয়েছে সেই দিকে নজর থাকবে আমেরিকার৷ প্রতিশ্রুত পূরণ হলে ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে দেওয়া হবে৷
এদিকে এই চুক্তির বিরাট প্রভাব পড়বে আফগানিস্তান ও আমেরিকার উপরেও৷ ১৮ বছর ধরে চলা আফগান গৃহযুদ্ধের অবসান ঘটবে৷ আফগানিস্তানকে জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ হবে৷ সেদেশে ফিরে আসবে শান্তি৷
অন্যদিকে সামনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে এনে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকা যুদ্ধে ইতি টানবেন৷ সেই প্রতিশ্রুতি পূরণের কয়েক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প৷