
খাস খবর ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বুকে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। যত সময় গড়াচ্ছে, ততই তীব্র হচ্ছে এই অভিযানের মাত্রা। আর এবারে পূর্ব ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলার অভিযোগ উঠছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই এ প্রসঙ্গে জানান, “শনিবার রাশিয়ার বাহিনী স্কুলে হামলা চালিয়েছে। এতে এখনও পর্যন্ত দুইজন মারা গিয়েছেন বলে খবর। এছাড়া ধ্বংসস্তুপ থেকে আরও ৩০ জন নাগরিককে বের করে আনা হয়েছে।” কিন্তু এর পরপরই রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তথ্য দিয়েছেন, এই হামলায় মৃতের সংখ্যা কমপক্ষে ৬০।
স্কুলটি বিলোহোরিভকা গ্রামে অবস্থিত। যেখানে প্রায় ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। এই হামলায় স্কুলটিতে আগুন ধরে যায়। হাইদাইয়ের কথায়, “চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে ধ্বংসস্তুপ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”
আরও পড়ুন: “আমার যদি রহস্য মৃত্যু হয়”, হঠাৎ মৃত্যুর আশঙ্কায় ভুগছেন Elon Musk
এছাড়া ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। রাষ্ট্রপতির মত হাইদাই-ও বাকি ৫৮ জনের মৃত্যু ঘটেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন।