খাস খবর ডেস্ক: অনেক হয়েছে। আর নয়। এবারে ইউক্রেন প্রসঙ্গে ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট। মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাষ্ট্রপতি জো বাইডেন।
আরও পড়ুন: রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে শক্তি বাড়াচ্ছে NATO, পাঠানো হল ফৌজ
ইউক্রেন সীমান্তে রুশ আগ্রাসন রুখতে এ ছাড়া আর কোনও উপায় নেই। এমনটা মনে করছে বিশেষজ্ঞ মহলও। বাইডেন সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “রাশিয়া যদি লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনের দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে সেটিই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় আক্রমণ। যা বিশ্বকে আমূল বদলে দেবে।”
অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্নপ্রায়! যদি সত্যিই সে পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কী শক্তিজোট নিষেধাজ্ঞা জারি করতে পারে রুশ রাষ্ট্রপ্রধান পুতিনের ওপরে? এ প্রশ্নের জবাব একেবারে খোলামেলা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। জানান, “হ্যাঁ, বিষয়টি আমি নজরে রাখছি।”
আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবস ও একটি বহুলচর্চিত প্রশ্ন: আমরা কী সত্যিই স্বাধীন
এদিকে এই উত্তেজনার মধ্যে আসন্ন শুক্রবার ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ’র সঙ্গে একটি ফোনালাপ করতে চলেছেন পুতিন। এখনও পর্যন্ত পশ্চিমা দেশগুলি ইউক্রেনের পাশে রয়েছে। এ অবস্থায় রাশিয়া ইউক্রেনকে নিয়ে ঠিক কী ভাবছে, তা-ই জানতে চান ম্যাক্রোঁ।