ঢাকা: অবশেষে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। হাসিনার বাসভবনে দখল করে নিয়েছেন প্রতিবাদীরা। হাসিনা সোমবার হেলিকপ্টারে চেপে অজ্ঞাত ঠিকানায় রওনা হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারতে আশ্রয় নিচ্ছেন হাসিনা।
মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্যে সরকারি চাকরিতে যে ৩০ শতাংশ কোটা চালু রয়েছে, তা বাতিলের দাবিতে গত জুন মাস থেকে বাংলাদেশে চলেছে ছাত্র আন্দোলন। একইসঙ্গে কোটা বিরোধী আন্দোলনে সামিল সাধারণ নাগরিকদের একাংশও।
আন্দোলনকারীরা দাবি করছিলেন, প্রধানমন্ত্রিত্ব থেকে অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া খবর অনুসারে জানিয়েছিল, হাসিনা সম্ভবত পদত্যাগ করবেন।
এই খবর সত্য হল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোমবার দুপুরে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন হাসিনা। সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রিত্ব থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরে সেদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও চলেছে জোর জল্পনা। এই পরিস্থিতিতে এদিন বাংলাদেশের সেনাপ্রধান ঘোষণা করেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চালাবে সেনা।
শেখ হাসিনা এদিন তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে চেপে অজ্ঞাত ঠিকানায় রওনা হওয়ার পর মনে করা হচ্ছে, ভারতেই আশ্রয় নিচ্ছেন তিনি। তবে ভারতের কোন রাজ্যে আশ্রয় নেবেন, তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, ত্রিপুরা কিংবা পশ্চিমবঙ্গের কোথাও আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।
এব্যাপারে ভারত সরকার সরকারিভাবে কোনও বিবৃতি না দেওয়ায় এই জল্পনায় ঘৃতাহুতি পড়েছে। এদিকে নতুন করে মৃত্যুর কোনও খবর না থাকলেও রাজধানী ঢাকায় রাজপথে হাজার হাজার মানুষ এদিন সকাল থেকেই প্রতিবাদে সামিল।
সূত্রের খবর, এদিন সকালে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরের দিকে তাঁর দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, বাংলাদেশ জুড়ে উত্তাল বিক্ষোভের জেরে দেশ ছাড়ছেন মন্ত্রি পরিষদ ও নীতি নির্ধারকদের একাংশ। পাশাপাশি আওয়ামি লিগের নেতারাও ধারাবাহিকভাবে গা-ঢাকা দিচ্ছেন। এরা কোন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেসম্পর্কে বিশদ খবর এখনও মেলেনি।